প্রকাশিত: Mon, Jan 1, 2024 10:09 AM
আপডেট: Sun, Jan 25, 2026 11:43 PM

[১]৯ জানুয়ারি মির্জা ফখরুলের গ্রেপ্তার না দেখানোয় ৯ মামলার জামিন শুনানি

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] রোববার আসামি হলেও গ্রেপ্তার না দেখানো ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত।

[৩] মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেলে আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য আগামি ৯ জানুয়ারি ধার্য করেন।

[৪] মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ 'আমাদের নতুন সময়'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] তিনি বলেন, এর আগে এই ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ না করায় উনারা  উচ্চ আদালতে গেলে আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। সে মোতাবেক আজ(রোববার) আবার নিম্ন আদালতে জামিনের আবেদন করলে আদালত মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য নতুন এ তারিখ ঠিক করেন। সম্পাদনা: ইকবাল খান